Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

সে শুধু আমার অ*মিকা, আমার Cinderella, তোমার সব পোস্ট এ যেন রয়েছে আমাদের দুজনের কাহিনী, Chingari🔥 2 Million Views 🥰, তোমার আমার নাম দিয়ে বানানো একটা গান, আমার Jio Saavn এ Playlist এ শুধু রয়েছে তোমারই গাওয়া সব গান | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | The Untold Story


সে শুধু আমার অ*মিকা, আমার Cinderella, তোমার সব পোস্ট এ যেন রয়েছে আমাদের দুজনের কাহিনী, Chingari🔥 2 Million Views 🥰, তোমার আমার নাম দিয়ে বানানো একটা গান, আমার Jio Saavn এ Playlist এ শুধু রয়েছে তোমারই গাওয়া সব গান  | Aamar Cindrella 👨‍💻🌹🍫💝👩‍🎨 | The Untold Story
=======================================
সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার বন্ধু আমার অ*মিকা🤗,
আমার Bangalore Best Art Teacher 👩‍🎨,
আমার সরস্বতী পার্বতী দেবী আমার অ*মিকা,
আমার Shirley Setia Melody Queen ❤️,
চোখ বন্ধ করলে, একটা মিষ্টি হাসির সাথে দেখতে একটা মিষ্টি বন্ধু আমার মিষ্টি বউ আমার অ*মিকা,
যে আমার সাথে চোখ বন্ধ করার পর,
রাস্তায় একা একা হাঁটার সময় যেন আমার হাত ধরে চলে,
একটা মিষ্টি হাসির সাথে হাসতে থাকা আমার অপ্সরা আমার অ*মিকা😘,
যাকে ভালোবেসে ২৪ টা গান বানিয়ে ফেললাম,
যে আমার মধ্যে কবি ভাব, মুভি ডিরেক্টর সৃষ্টি করলো, সে আমার অ*মিকা🥳🤗।
যাকে নিয়ে মনের মধ্যে কিছু না কিছু চলতে থাকে,
যাকে নিয়ে আসল গান গুলো ভুলে আমার আর ওর নাম জুড়ে গান বানিয়ে চুপি চুপি গান গাওয়া সবার সামনে সে আমার অ*মিকা❤️
যাকে সকালে ঠাকুরকে প্রণাম করার পর, যার Social Media প্রোফাইল এ আর গুগল এ গিয়ে তার মিষ্টি সুন্দর কিউট ছবি গুলো দেখে একটু ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করা, সে শুধু আমার অ*মিকা।
যার কথা রোজ লিখতে গিয়ে, পুরনো হাসি খুশির স্মৃতি গুলো মনে করে রোজ চোখে জল নিয়ে আসা, সে আমার স্বপ্নের বউ আমার অ*মিকা,
যাকে জানি পাবোনা কোন দিনও তাও যেন রোজ ওকে নিয়ে লিখে, ওর সাথে চোখ বন্ধ করে কথা বলা সে আমার অ*মিকা🤗,
ইচ্ছে হয় যাকে জড়িয়ে ধরে একবার বলি, ওগো সব ভুলে গিয়ে আমাকে একটু বন্ধুর মতো ভালোবাসো,
রোজ ২ মিনিট করে কথা বলো সে আমার অ*মিকা 😭,
একদিন যার সব মিষ্টি হাসি খুশির ছবি এঁকে তাকে নিবেদন করা, সে আমার অ*মিকা🥰,
যাকে আগে রোজ সুপ্রভাত শুভ রাত্রি না জানিয়ে,
সকাল শুরু না করা,  ঘুমোতে না যাওয়া, সে আমার অ*মিকা🌹।
যার মন জয় করতে গিয়ে নিজেকে রোজ কষ্ট দেওয়া, সে আমার অ*মিকা।
যাকে নিয়ে লেখার সময় ভাবিওনা কি লিখবো আবার, কিন্তু একটার পর একটা পাতা ভরিয়ে দিয়ে, ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করে লেখা, সে আমার অ*মিকা🤗,
যাকে নিয়ে লেখার সময় দুবার ঘুরে পড়িওনা কি আজ লিখলাম, জানি আমার সুখ দুঃখ আমার জিবন সঙ্গীর সঙ্গে share করলাম,
যদিও জানি সে আমার উপর অভিমান করেই থাকবে, কথাও বলবেনা,
সে আমার একমাত্র অ*মিকা।
যাকে লিখতে গিয়ে যেন মনে হয় এই পৃথিবীতে অনেক মানুষের কালো মুখোশ কে বাইরে বের করেছি, সে আমার অ*মিকা😊,
যাকে দেখলে যেন মনে হয় দেবীর আসনে বসিয়ে পূজো করি, সে আমার অ*মিকা।
যাকে দেখলে মনের সব টেনশন দূর হয়ে যায়, শুধু যাকে সারা দিন বসিয়ে দেখতে থাকি, সে আমার অ*মিকা।
যাকে নিয়ে লিখতে গিয়ে যেন মনে হয়, ঠাকুর আমাকে তার হাত দিয়ে কলম টা রোজ চালিয়ে দেয় সে আমার অ*মিকা,
যাকে লিখতে গিয়ে আজ নিজেও ভাবিনি,আবার একটা মমতা দিদির কবিতা লিখে ফেলবো, সে আমার অ*মিকা,
যাকে একবার যদি জিবনে পাই তো সারা জিবন তার চোখে জল আসতে দেবনা, যাকে কেউ কষ্ট দিলে তাকে আমি ছাড়বোনা সে আমার জিবন আমার অ*মিকা,
যাকে লিখতে গিয়ে নিজেকে যেন কবি কবি মনে হয়, সে আমার অ*মিকা,
যাকে নিয়ে লেখার সময় ওর নামটাও লিখতে যেন ভয় লাগে, সে আমার অ*মিকা,
যাকে নিয়ে লিখি রোজ, মনে হয় যেন ঠাকুর আমার সব লেখা ওর কাছে কোন ভাবে পৌঁছে দেয়, সেই আমার অ*মিকা,
যাকে ভালোবাসতে গিয়ে, নিজের হাসিটাও হারিয়ে ফেললাম, সেই আমার অ*মিকা,
যাকে নিয়ে রোজ লিখতে তাকেও কখনো কখনো কষ্ট দিয়েছি চোখের জল ফেলিয়েছি,
মন খারাপ করে ফেসবুক পেজ বন্ধ করেছে,  
নিজের একাউন্ট টাকেও লক করেছে,
যাতে আমি তার কিছুই না দেখতে পাই,
সে যেন এখনও দেড় বছর ধরে অভিমান করেই আছে,সে আমার অ*মিকা!
যে সব বুঝে, আমার থেকে বেশি বুদ্ধিমান, স্বভাব তার খুব ভালো, যেন পৃথিবীতে দুটো নেই তার মত, সে আমার অ*মিকা!
যার মত হুবহু দেখতে স্বভাবে চরিত্রে গুণে অতুলনীয় না পেলে কোন দিনও বিয়ে করবনা, যাকে একদিন এই কথাটাও বলেছি তাকে, সেই আমার অ*মিকা।
যাকে নিয়ে আজ এত কিছু লিখে ফেললাম, জানি সে একটু খুশি হবে, তার সাথে মন ও খারাপ করবে, সে আমার অ*মিকা!
যে শুধু আমার আমার আমার, সেই আমার ভালোবাসা, আমার অ*মিকা!




ওগো যেন মনে হয় যাই বা তুমি পোস্ট করো না যেন মনে হয় তুমি আমাকে উদ্দেশ্য করেই বলছো,
'ক্যায়া হুয়া পসন্দ নহি আয়া এন্ডিং? কোই বাত নহি, বদল দেঙ্গে। হামারি আপনি কাহানি হ্যায়।"

আজ যে ছায়াটির শরীর হয়ে আমি হাঁটছি, গাইছি, কথা বলছি, সেই শরীরের মধ্যে কতটুকু আমি আর কতটুকু আমি নই, সে হিসেব মেলাতে গিয়ে একদিন হঠাৎ হারিয়ে যাবো। নিজেকে খুঁজতে।

যেন সত্যি এটা যেন আমি জয়দীপ,
আর সেই ছায়া হলে শুধু তুমি, আমার অ*মিকা!
সত্যি চোখ বন্ধ করলে যেন আমি তোমার সাথে হাঁটি,
তোমার সাথে গাই,তোমার সাথে কথা বলি।
যেটা এই যুগের মানুষের বোঝার বাইরে।

এই প্রেম এই শ্রদ্ধা ভালোবাসা শুধু একজনের জন্যই,
সে আমার স্বপ্নে দেখা লাল শাড়ি সাদা পাড় সিঁথিতে সিঁদুর নেওয়া একটা মিষ্টি হাসির সাথে আমার দিকে তাকিয়ে থাকা একটা মিষ্টি বউ যেন।

জানিনা দিনে একবার না লিখলে যেন ভালই লাগেনা,
কত বার ফেসবুক অ্যাকাউন্ট টা খুলে তোমার কভার পিক টা এখন দেখি,
তুমি ভাবতে পারবেনা।
যেই বা তুলেছে, তোমার কোন দিদি না তোমার ঐ boyfriend টা,
সত্যি দারুণ তুলেছে, তার পর তুমি করে এডিটিং।
সত্যি দারুণ এডিট করেছ।

রাত ২ টো ৪৮, আগের দিন কথা শুনলাম দেরিতে শোরুম অফিস যাওয়ার জন্য,
আজ ভাবলাম ঘুমোবো, কিন্তু এত ভালোবাসি তোমাকে যে,
দাদা মা এর বকানি টা কেও ভালোবেসে ফেলেছি।

জানিনা কেন কিন্তু ভালো লাগে একটু লিখতে শুধু তোমাকে নিয়ে।

ওগো ২ সপ্তাহ ভিডিও আপলোড করিনি Chingari App এ,
তাও আজ খুলে দেখি 2 Million Views হয়ে গেছে।
Haha 😹 Aamar Cindrella 🌹 2 Million Views Complete.
এরকমই ২ মিলিয়ন যেদিন প্রতি দিন রোজগার করবো,
সেদিন যেন সব ঠিক হবে মনে হয়।

সুপ্রভাত আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা,
আজ তোমার মিষ্টি মুখটা দেখার আগে তোমার গাওয়া গানটা শুনে যেন,
ঠাকুর আমার তোমার দিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে।

বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই❤️❤️

মনে আছে এই গানটা তুমি Tiktok এ গেয়ে ছিলে,
কি মিষ্টি সুন্দর লাগছিল তোমাকে যে কি বলবো,
এখনও যেন চোখ বন্ধ করলে তোমাকে আমি ওভাবে দেখতে পাই,

কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না ।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান ।

নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই …

তোমার এক একটা গান আমি রোজ গাই,
আমার Jio Saavn এ Playlist এ শুধু রয়েছে তোমারই গাওয়া সব গান গুলো🌹🎶🎵🎧🥰🤗।
আর রোজ যেন তোমার নাম এর সাথে আমার নাম এর গান টা না গিয়ে দিনটা শুরুই হতে চায়না এখন।

ওই উপরের গানটা নিজের লাইনে বানানোর সামান্য চেষ্টা 😘

"ও অ*মিকা কেন হাসলে না,
এই জয়দীপ এর ভালোবাসা কেন বুঝলেনা,
তোমাকে সারা জীবন ভালোবেসে যাই🌹🍫💝🤗
এই মন কেমনের জন্মদিন,তুমি ছাড়া কাটে কঠিন,
তোমায় না দেখে যেন জিবনটা আমার পুরো মলিন।

এভাবে আর থেকোনা চুপ,
এসো একটু করি গুপসুপ,
তুমি ছাড়া যেন লাগে নিজেকে খুবই একা,
এসোনা বন্ধু দাও একটু তোমার দেখা।

জলে ভেজা চোখ আমার শুধু হতে চাই তোর,
দেখতে চাইনা কাউকে আর,
করবনা একটুও শোর।

রাখবো তোকে সারা জীবন সুখে,
যদি বলতিস একবার তোর মিষ্টি মুখে।

ও অ*মিকা কেন আসিস না,
চোখের জল মুছে একটু তোর ভালোবাসা দিসনা।
শুধু চাই তোর সাথে একটু ২ মিনিট কথা বলতে,
আর যেন ভালো লাগে তোর সাথে পথ চলতে।

ও অ*মিকা কেন হাসলে না,
এই জয়দীপ এর ভালোবাসা কেন বুঝলেনা,
তোমাকে সারা জীবন ভালোবেসে যাই🌹🍫💝🤗
এই মন কেমনের জন্মদিন,তুমি ছাড়া কাটে কঠিন,
তোমায় না দেখে যেন জিবনটা আমার পুরো মলিন। "

জানি আবার যেন মমতা দিদির কবিতা লিখে ফেললাম গো,
কি করবো মনের কথা এই ডাইরি কবিতায় লিখে যাই রোজ।

মন খারাপ করো না গো,
তুমি মন খারাপ করলে আমি ভালো থাকিনা একটুও।
আবার বালিশটা সকাল সকাল ভিজে চলছে,
চোখের জল যেন থামতেই চাইছেনা।
এই দিকে মা ডাকছে, গোজু গজু আয়, ঘড়িটা দেখ, ৯ টা পার হলো,
এখনই দাদা এলে আবার বকবে।"

কি করবো যেন ঘরে এই কাজ খাওয়া দাওয়া তে যেন জিবন টা শেষ হতে চলেছে,
করনা কি করবে আমাকে, আমি তো যেন স্বাধীন থেকেও স্বাধীন নেই।
মা বাবা ডেকে চলেছে,
এক ঘ্যায়ামি জিবন যেন, শুধু কাজ টাকা ছাড়া কিছু বোঝে ই না,
কত টাকা কামালি কত কি করলি এটাই জানে।

ছেলেটা যে দিনের পর দিন নিজেকে শেষ করে ফেলছে কেউ বুঝছে,
তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড হয়েও একবারও ফিরে তাকাচ্ছ না।
একটা ভুলের জন্য হাজারের বেশি ভুল করেছি,
কত বার ক্ষমা চাইলাম,
আমার ১৫-৬০ মিনিটের চোখের জলের রেকর্ড পাঠালাম,
এখনও ইউটিউব এ ও আছে,
কেউ যদি শুনে ত ভাববে একটা মেয়ে কে কেউ ভালোবেসে সে কতটা নিজেকে রোজ কষ্ট দিচ্ছে,
যে সব করতে চাইনা,
সেই সব করছি।
কোন মেয়ে কে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চাইনি,
তোমাকে সবার মধ্যে খুঁজতে গিয়ে করে ফেললাম।
কিন্তু তোমাকে পেলাম না কারু মধ্যে ওগো আমার অ*মিকা,
একটু কথা বলো না গো,
কখনো কিছু বলবনা,
সবসময় ভালোবাসা দেবো তোমাকে শুধু।
আমাকে একটা সুযোগ দাও।
আমি লিখতে চাইনি, কিন্তু মন এত খারাপ যে কোথা থেকে এসব বেরিয়ে আসে,
আমি নিজেও জানিনা গো।

ভালো থেকো, খুশিতে থেকো আমার হৃদয়ের টুকরো আমার অ*মিকা।
তোমার প্রতিটা দিন খুব ভালো কাটে গো,
তুমি পৃথিবীতে খুব বড় আর্টিস্ট হও।
আমার best wishes সব সময় তোমার সাথে থাকবে।

#mybestfriendismyheartbit #autobiography #bengali #letsbefriends #missingyou #mylife #cinderellalovestory #chingari #2MILLION #familyiseverything #JioSaavn #playlist

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...