Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

দেড় টা বছর কষ্ট দিয়ে চললে তুমি, জানিনা আর কতদিন কষ্ট দেবে তুমি


তোমাকে কি বলি আর,
তোমাকে প্রশংসা করলেও রেগে যাও,
আবার যদি কোথাও ভূল থাকেত,
সেই জন্য যদি পরামর্শ দিই,
তাও অভিমান করে ইগ্নোর করে দাও।

সত্যি বলছি ভালো নয় এটা কিন্তু,
প্রশংসা তো সবাই করবে যারা তোমার কাছের হবে,
কিন্তু ভালো না হলে সেটার সমালোচনা করে আরও ভালো কিভাবে করা যায়,
তার যদি কেউ তোমাকে বুঝিয়ে দেয় তো তাকে ধন্যবাদ জানাতে নয়,
নাকি ইগ্নোর করতে হয়।

সমালোচকরা যদি কোন কিছুতে খুঁত না বের করতে পারে তো,
সেটা কখনো আরও ভালো করা যায় না।

মানুষ আরও বেশি উন্নতি করে,
যদি তারা সমালোচকদের কথার মন রাখে তো।

আমি জানি তুমিও সব বুঝো,
কে তোমার রোজ রোজ প্রশংসা করে,
দীপাবলি র ছবিটায় মেয়ে টার মুখ টা ঠিক হয়নি,
আরও অনেক খুঁত আছে ছবি টায়।
তাই ভালো করে বললাম,
I don't like this painting too much , I like ur all paintings but not this one. I like your paintings because of realistic but this one is not looking realistic. If you add more things like smile on the face and add some attractive color,it will look more nice na like your other paintings like Durga Puja or Lion line was fabulous 😄😅😋😍😍😍 who - who are agree with me plz tell 😁😀😀😀

আমি কত ভেবে নিয়ে একটু ভালো করে লেখার চেষ্টা করলাম,
ভাবলাম তুমি সম্মান করবে লেখাটার,
একটা লাইক তো করবে।
কিন্তু তুমি ডিলিট করে দিলে আমার কমেন্ট টা।
কি ভুল লেখে ছিলাম বলো,
আমি তো যেটা সত্যি সেটাই বলি।
তুমি বুঝনা কিন্তু আমাকে একটুও।
শুধু রাগ করো,অভিমান করে,
যত খারাপ কথা হয় বলে ফেলো তুমি।
ভেবেছিলাম তোমার মুখ থেকে ভালোবাসা ফোটাবো,
কিন্তু তোমার এই মিষ্টি গোলাপের পাপড়ির মত ঠোঁট থেকে,
এমন কথা বেরিয়েছে যেনো রোজ আমার কানে লাগে।

তোমার কাছ থেকে শুধু বন্ধুত্ব চাইলাম,
আর তুমি আমাকে দেড় টা বছর কষ্ট দিয়ে চললে।
একবারও বুঝলেনা আমাকে।

যদি কেউ কখনো পড়ে না এই গল্প টা,
তাহলে সে আমাকে মন ভরে গালি দেবে আর বলবে,
একটা মেয়ের জন্য কিভাবে তুই দেড় বছর রোজ রোজ চোখের জল ফেলে,
নিজেকে কষ্ট দেওয়ার সাথে ঘরের সবাইকে কষ্ট দিয়ে চললি?
হাজার টা মেয়ে পাবি ওর চাইতে অনেক ভালো।

আমি কিন্তু একটাই বলি কথা, জানিনা ওর চাইতে ভালো বন্ধু কোথায় পাবো,
শুধু ভালোবাসা তো একেই দিয়েছিলাম।
কি করে মন অন্য কারো জন্য কাঁদবে!

দেড় টা বছর তুমি কষ্ট দিলে,
জানিনা আর কতদিন কষ্ট দেবে তুমি!

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...