Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শুভ মহাষষ্ঠী আমার মিষ্টি কিউট সুন্দরী Cinderella, পূজো খুব ভালো কাটুক তোমার 👨‍💻🌹🍫💝💄💍🥻👗👘💃⌚👩‍🎨 | Aamar Cindrella | The Untold Feelings


শুভ মহাষষ্ঠী আমার মিষ্টি কিউট সুন্দরী Cinderella, পূজো খুব ভালো কাটুক তোমার 👨‍💻🌹🍫💝💄💍🥻👗👘💃⌚👩‍🎨 | Aamar Cindrella | The Untold Feelings

শুভ মহা ষষ্ঠী সুপ্রভাত,
আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী কষ্টকে হাসি মুখে সহন কারী নি বন্ধু,
আমার জীবনের Cindrella❤️,
আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨,
আমার Shirley Setia Melody Queen,
আমার Tiktok Best Actress,
আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী,
আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির একটা মিষ্টি বউ ❤️
তুমি সারাদিন ভালো থেকো,
খুশিতে থাকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় হও।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে,
আমরা যেন আবার ভালো বন্ধু হই একদিন 🤗 ।

🌅☕🍪🍞🥪🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍮🍰🌹💐💐💐💍💄🎧👓⌚☂️🥻🎒👜👝
🍱🍚🍛🐟🐣🐤🐥🍗🍗🍗🐓🥚🥚🥚🥤👘
☕❤️💌🥟🍘🍩🍪🍿🍹🧃👗
🏘️🚘🏍️🚲💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧🏦🌹💐💐💐
🍲🍽️🌭🌮🌯🍜🍝🍟🍧🍨🍳💃😍🥰😘😘😘😊😊😊

আবার এভাবে লিখে তোমার সুপ্রভাত জানালাম,
জানিনা এভাবে লিখে যে একটা খুশি পাই,
তোমাকে আমি বোঝাতে পারবোনা।
যেন চোখ বন্ধ করছি তো তুমি আমার সাদা জামা টা পরে মুচকি মুচকি হাসছ,
আর বলছো, "এত কিছু আমার জন্যে,
আমাকে তুমি এত ভালোবাসো।"
আমি বলি, এই জনমে না তুমি আমার হলেও,
পরের সব জন্মে তুমি শুধু আমার হবে।
আর তোমাকে সারাজীবন এভাবে ভালোবেসে চলবো।
তুমি বলছো, " বাব্বা, এই জনম টা আগে শেষ করি, তার পর অন্য জন্মের কথা ভাববে।"
আমি বলি,"হুম্ ঠিক এই জনমে বাস্তবে না পেলেও, স্বপ্ন তে, চোখ বন্ধ করলে তুমি আমার হবে, আমার বেস্ট ফ্রেন্ড হবে।"
তুমি বলো, " শুধু বন্ধুত্ব চাও আর বেশি কিছু চাওনা তুমি আমার কাছ থেকে।"
আমি বলি, "আমি তোমাকে কোন দিনও জোর করিনি,
তুমি যা চাইবে তাই হবে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা।"
তুমি বলছো," তাই, তাহলে, শুধু বেস্ট ফ্রেন্ড নয়, আমাকে নিজের বানিয়ে নাও, তুমি যেমন আমাকে বউ হিসাবে দেখো, সারা জীবন আমাকে তোমার বউ হিসাবে দেখতে পাবে, বাস্তবে জানিনা কি আছে, অনেক বাধা বিঘ্ন আছে, যেখানে আমি কাউকে কথা দিয়েছি, তাই সেই কথা ভেঙ্গে সব কিছু শেষ তো করতে পারবো না।
যদি রাধা কৃষ্ণ ভগবান এর কৃপা হয় তো,
দেখবে আজ না হলেও ১-২ বছর পর আমরা ভালো বন্ধু হয়ে যাবো।"
আমি বলি, "তুমি যেটা চাইছো সেটাই হবে, তুমি যদি স্বপ্নে চোখ বন্ধ করলে আমার বউ হিসাবে থাকো, তো ঠিক আছে,তোমার সাথে দু মিনিট কথা তো বলা যাবে।"
এখনও ওই "ক্ষীরের পুতুল" নাটক টা দেখি,
কারন ওটা তে সুধা কে দেখলে মনে হয়,
আমি যেন তোমাকে শাঁখা সিঁদুর এ মিষ্টি বউ হিসাবে দেখছি রোজ।
জানিনা কি বলছি আমি, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি।
এই নাটক টা আর ভালো লাগেনা,
শুধু ওই সুধাকে দেখলে মনে হয় তোমাকে দেখছি তাই আমি দেখি রোজ।
আবার এসব পড়ে রেগে অভিমান করোনা গো,
শুধু অকৃত্রিম প্রেম ভালোবাসা রয়েছে শুধু তোমার জন্য,
যেটা জানিনা আমি কোন দিনও মুছে বাস্তবে যে আমার বউ হবে,
তার জন্য সেই ভালোবাসা টা দিতে পারবো কি না!
কি করবো বন্ধু, তোমাকে এত ভালোবাসি যে,
চোখ টা ভিজে যায় তোমার কথা লিখতে লিখতে,
এখন আবার বালিশটা ভিজে যাচ্ছে,
সকাল ৫টা তে উঠে গেছি,এখন ৬টা ৯ বাজছে,
চোখ টা আবার ভিজে গেল।
জানিনা কি লিখবো ভাবলাম,
আর এই তোমার জন্য এই মায়া ভালোবাসা,
আমাকে কি লিখিয়ে চলেছে,আমিও জানিনা।

ওগো ঈশ্বর কে রোজ বলি, আমার মিষ্টি বন্ধু র কিছু নতুন নতুন পোস্ট দেখিয়ে দাও।
ঠাকুর যেন কথা শুনে, আমাকে রোজ এখন নতুন নতুন পোস্ট দেখাচ্ছে।
ইনস্টাগ্রাম পেজ বানিয়েছ, কি সুন্দর ছবি এঁকেছ😍👌👌👌,
ওগো ওখানে কিছু ছবি, ভিডিও আছে, সব কি তুমি এঁকেছ গো?
সব তো দেখিনি আগে, তাই বলছিলাম।

ওই মা দুর্গার ছবি দুটো দারুণ এঁকেছ,
এত সুন্দর বানিয়েছ যে ওটা আমার whatsapp dp বানাচ্ছি।
আবার তুমি সেই লাল বাঘ পার্কের কালো জামা কালো জিন্স কাল চশমা পরে,
যে ছবিটা তুলেছিলে,যেটাতে একদিন তোমাকে বলেছিলাম,
তোমাকে চিনতেই পারছিনা আমি,
পুরো foreigner এর মত লাগছ এটায় তুমি,
সেটাকে তোমার ইনস্টাগ্রাম পেজ এ প্রোফাইল পিক বানিয়েছ।

ওই মা দুর্গা টা এত সুন্দর এঁ কে ছ যে ,
কি বলি আর, দারুণ বললেও ছোট হবে বলাটা।
কি সুন্দর মা এর বাম দিক টা সাদা কাল রঙে বানানো,
আরেক দিকটা হলুদ লাল সবুজ আরও কত রকম রঙ দিয়ে বানানো।
সত্যি অপূর্ব সুন্দর বানিয়েছ গো।

আরেকটা Ghajini মুভিটার এই গান টা,
Kaise mujhe tum mil gayi এই গান টায় কি সুন্দর তুমি তোমার মনের মানুষ এর কাঁধে মাথা রেখে বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে রাস্তায় হাঁটছে।

তখন ওই গানটার এই লাইন গুলো চলছিল,
Badle raaste jharne aur nadi,
Badle deep ki tim tim
Chhede zindagi dhun koi nayi,
Badle barkha ki rim jhim
Badlengi rituyen adaa
Par main rahoongi sada
Usi tarah teri bahon mein bahen daalke
Har lamha Har pal


কি রোমান্টিক তুমি,
আমার সব পছন্দের জিনিস তুমি করো।
তাই তো তোমাকে ভালোবাসি,
জানি এটা কাল্পনিক ভালোবাসা শুধু,
চোখ বন্ধ করলেই তোমাকে ভালোবাসতে পারবো দেখতে পাবো,
সামনে থেকে নয়, তাও তোমাকে ভালোবাসি।

কাল আবার "Aamar Cinderella" নিউ পেজ টা তে,
একটা কোন বয়স্ক মহিলা আমার গাওয়া তোমার জন্য একটা গান share করেছে।"
সত্যি খুব ই ভাল লাগলো টা দেখে।

আর জানো গো, এই ৪-৫ দিনে কোথা থেকে এত লাইক এলো যে ৪০ টা লাইক হয়ে গেছে,
আমি দেখে গো অবাক।
কোন ফেসবুক ফ্রেন্ড এর লাইক নেই,
শুধু নিজের চারটে একাউন্ট থেকে লাইক আছে,
আর বাদ বাকি অন্যরা লাইক করেছে।


কাল আবার বন্ধু খুঁজতে এক জনের ফেসবুক ফ্রেন্ড লিস্টে উঁকি মারলাম,
ভাবছিলাম আবার যেন তোমার নাম টা না চলে আসে,
আর যেটা ভাবলাম ঠিক সেটাই হলো,
তোমার নামের একজন কে খুঁজে পেলাম।
জানিনা এসব কি হচ্ছে আমার সাথে 😅😅😅।
সত্যি যেন ভগবানও আমাকে তোমার দিকে টেনে দিচ্ছে।

কাল তার পর ওই বলেছিলাম না একটা মেয়ের সাথে কথা বলি,
Hi hello কি করছো খাবার খেলে ব্যস,
কাল এরকমই বন্ধু হিসাবে একটা লাভ স্মাইলি পাঠালাম,
তাতে দেখি সন্ধ্যেতে মেসেজ এলো,
Don't send Love Icon. I don't like this.
হাহা কি বলবো আর, কিছু বলার নেই যেন।
আমি বললাম, it's just a friendship love nothing else,cool।
সে তখন শান্ত হলো।
হাহা ওকালতি নিয়ে পড়ছে, fb call এ কোন দিন কথা বলতে চাইনি।
একটু আলাদা টাইপের ভালো মেয়ে।
তাই আমিও শুধু ভালো বন্ধু হতেই চেষ্টা করছি।

তোমার যেমন সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছলাম একদিন,
চেষ্টা করছি এর সাথে একটা ভালো বন্ধু হয়ে থাকার ই,
আর বেশি কিছু চাইনা।
ভালোবাসা শুধু তোমারই জন্য থাকবে,
আর কারু জন্য না, যতদিন না হুবহু তোমার মত কাউকে পাই।

রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি বন্ধু র মনে অভিমান দূর করে,
একটু ভালোবাসার বিজ আমার জন্য বপন করে,
ও যেন আমাকে একটা মেসেজ করে,
আর যেন আমরা আবার Best Friends Forever হই।
আর কিছু আবদার ওর কাছ থেকে,
ও যদি এর চাইতে বেশি কিছু চাই,
তাহলে সম্ভব নাহলে আমি কিছু চাই না।
জানি খুব ভালোবাসি, কিন্তু ওর খুশিতে আমি খুশি।
ওর যার সাথেই থাকুক ভালো থাকুক সারা জিবন।
যেন আমরা সারা জিবন ভালো বন্ধু হয়ে থাকতে পারি।

কাল কাকিমা কে নিয়ে এলো দাদা বাঁকুড়া থেকে,
ওখানে রেখে শুধু টাকার ধংস,
দেখা যাক যদি মা এর আগমনের সাথে,
কাকিমার ও শরীর যদি ভালো করে দেয়।
দুর্গা মা পৃথিবীর সবাই কে ভালো রেখো, সুস্থ রেখো।
তুমি চাইলেই সব সম্ভব ঠাকুর।

আমার মুখে আমার হাসি টা ফিরিয়ে দাও,
আমার বেস্ট ফ্রেন্ড অ*মিকার হৃদয়ে ভালোবাসার বিজ রোপন করে,
আমরা আজীবন ভালো বন্ধু হয়েই থাকি।

কাল আবার তোমার সেই Tiktok এর গান টা শুনলাম,
যেটাতে তুমি কি সুন্দর নেচেছিলে মনে হয়,
"চেনা সুর এক তারা তে, বাজলো সে কোথায়"

ওগো পুজো ভালো ভাবে কাটিও,
খুশিতে থাকো সারাদিন।
বেশি বাইরে যাওনা।
যদি যাও তো মাস্ক পরে যাও,
ভগবান তোমাকে তোমার পরিবারকে সুস্থ সবল রাখুক।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে তোমার প্রোফাইল পিক টার মত।

#durgapuja2020 #durgamaa #maadurga #tiktok #mysweetgirl #letsbefriends #GodBlessYou #takecare #gocoronago #imissyou #mydreamwife #UntoldFeelings

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...