আজ সারাদিন দুপুর ১২টা থেকে রাত ৯-৯:৩০টা পর্যন্ত শোরুম এ ছিলাম,
কিছু কাজ হলো।
একটা কথা বলছি,
ওগো আজ কল এসেছিল,
এরকম এ তো unknown number receive করিনা আর,
যখন নাম টা দেখতে পেলাম,
ভাবলাম কোন Client এর হবে,
বা কোন রাইটার এর হবে, তাই ধরলাম।
ফোন করে বলছে,
ভালো আছিস, আমি বললাম ভালো আছি।
তারপর বলছে, তোমার গলাটা কি সুন্দর।
আমি বললাম, তুমি কে?
বলছে, সাগরিকা আদক (তোমার নাম নিয়ে) এর বন্ধু,
আমি বললাম, কে?
সে বললো, চিনতে পারছিস না ভাই।
একসাথে বসে গাঁজা খেতাম।
হাহা তোমার বন্ধু টাও ভালো,
আমাকে গাঁজা খেতে দেখেছে 😅😅😅,
মিথ্যে বলতেও জানেনা তোমার বন্ধুটা।
আমি গাঁজা খাই হাসি আসছে শুনে😅😅😅।
ভাবছে, সব বাঙালিরা এসব খাই,
তাই ভাবছে আমি frustration এ মেনে নেব😅😅😅,
সত্যি এক নাম্বারের পাগল ছেলে টা।
ছেলেটার নাম টা জানলাম স্বর্ণদীপ মণ্ডল।
ওই তোমার এই বন্ধুটা পুরো নকল করতে চেষ্টা করছিল,
যেমন আমি তোমাকে বলি,
তোমার গলার আওয়াজ টা খুব মিষ্টি🙈😍,
ঠিক তেমনি ছেলেটাও বললো,
তোমার গলার আওয়াজ টা কি সুন্দর😅😂🤣।
তার পর ঘর এসে তোমার account টা খুললাম,
দেখছি আমার Bangalore Best Art Teacher 👩🎨 আজ,
প্রোফাইল আনলক করেছে।
খুব খুশি দেখে।
সেখানে অনেক কিছু দেখতে পেলাম।
তোমার পোস্ট গুলোকে,
আমি জানতাম এখন তুমি নিজের একাউন্ট এই ইউটিউব ভিডিও গুলো share করো,
তাই এত ভিউজ হয়ে যায়।
আজ তোমার আরেকটা নতুন ফটো দেখলাম,
তুমি,কাকিমা,কাকু আর তোমার ভাই কে নিয়ে,
খুব সুন্দর ফটোটা তোমাদের গো।
কিন্তু নতুন ফটো মনে হলনা।
আজ তোমার মন ভালো ছিল,
তাই সকালে দেখলাম ভিডিও একটা আপলোড করেছ,
Lion Line Drawing | Step by Step | Easy
এটা কত সহজে বানালে কি সুন্দর সিংহের ছবিটা,
সত্যি খুব সুন্দর গো।
ওগো আজ প্রথমে Aamar Cindrella account থেকে একটা লাইক মারলাম,
তারপর আরেকটা তে গিয়ে একটা খুব সুন্দর ভাবে প্রশংসার কমেন্ট লিখলাম।
হাহা তুমি বুঝতে পেরে গেছ,
এটা আমি ছাড়া অন্য কেউ হবেনা,
যে তোমার এত নাম করবে😅😂🤣!
চলো ভালো লাগলো, আমার সেদিনের কথা শুনে,
তুমি আবার সবাইকে Thank you ☺️ লিখে gratitude জানালে।
খুব ভালো লাগলো।
আরও ভালো লাগতো,
যদি আমার appreciation comment টা তেও একটা লাভ রিএক্ট আর thank you ☺️ লিখতে তো!
আজ এখন দিদির সাথে কথা বলছিলাম,
সব কিছু বললাম, কাজ নিজের কি চলছে।
বললাম, তোরা মা কেউ একটা কাউকে পাচ্ছিস ও না,
লাইফ টা র যেন watt লেগে গেছে।
কেন এরকম হলো জানিনা,
কেন ভুলতে পারছিনা জানিনা।
কি করবো ঘরে থাকলে,
মা দাদার কাছে কথা শুনছি,
দুপুরে না খেতে এলে, মা বকছে,
বলছে, বাঙালির ছেলে হয়ে একবার ভাত খাবিনা!
আমি বললাম, ভয় খেলে আর ইচ্ছে করেনা কাজ করতে,
ঘুম পায় খুব, প্লিজ বোঝ আমাকে।
আজ বললাম, কাল থেকে রাতে দেবে ভাত,
তাও দুপুরে খেতে ডাকনা।
মাছ মাংস ডিম যাই বা হোক,
কান ধরছি, আমি দুপুরে খেতে আসবোনা।
আমার খাবার এর চাইতে কাজ আগে।
এরকমই কাজ করতে পারছিনা,
মাথাটায় যেন একটায় নাম ঘুরে যেন,
কাল থেকে আজ পর্যন্ত তিন থেকে চার বার তোমার প্রোফাইল খুলে,
তোমার পোস্ট গুলো দেখলাম।
হাহা একটা পোস্ট দেখলাম,
ইউটিউব ভিডিও লিঙ্ক তোমার channel এর share করে ছিলে,
Jai Jagannath এর পোস্ট টা বলছিগ,
সেটাতে ১০ টা লাইক হয়েছিল।
তখন তোমার ভালো লাগলোনা।
তুমি মনে মনে ভাবছি লে,
ইস আমার এত সুন্দর ভিডিও টায় শুধু ১০টা লাইক,
তখন তুমি আবার ৩ মিনিট পর ভিডিও টায় ফেসবুক এ আপলোড করলে😅😅😅,
আর যেটা ভাবলে সেটাই হলো,
৭১ জন ফ্রেন্ড লাইক করে দিল❤️।
তুমি তখন খুব খুশি হে হে আমি ঠিক বললাম না গো!😛
ওই রাগবে না এটা শুনে আবার😅😅😅।
তোমার মনের ভাষাটা এখানে লিখলাম।
আমি জানিনা কিন্তু আমি বুঝি তোমাকে,
তোমার মনের ভাষা বুঝি।
এখন আমার উপর রেগে আর এসোনা পড়তে এখন,
কিন্তু মন বলে, আসবে আবার পড়তে।
কারন এই ডাইরি টা তো তোমার জন্য বানানো।
জানি তোমার অভিমান খুবই বেশি,
কিন্তু তোমার হৃদয়ে এখনও কোথাও একটুও তো ভালোবাসা আছে।
আমি জানি আমার কথা গুলোতে খুব বেশি আঘাত পেয়েছ, কিন্তু তুমি বলো,
আমি কতটা আঘাত পেয়েছি তোমার হৃদয় ভাঙ্গা কথায়,
যেটা মনে পড়লে এখনও চোখ থেকে জল বেরিয়ে যায়,
দেখো গো সত্যি সত্যি আবার বালিশ টা ভিজে গেল।
কি করবো আমি এমন ভালোবেসে ফেলেছি তোমাকে,
কত ই বা চোখের জল ফেলি,
ঈশ্বর কে ডাকি, কিন্তু তুমি যেন আমার উপর রেগেই থাকবে।
ভগবান ও একবার ভুল করলে ক্ষমা চাইলে,
ক্ষমা করে দেয়, কিন্তু তুমি ক্ষমা করতেই জানো না।
একটা বন্ধু যে তোমার সারা জিবন তোমার ভালো চাইলো,
তার চোখ রোজ ভিজিয়ে চলেছ বন্ধু আমার।
কি করবো ভালোবাসায় মানুষ তো ভুল ভাল কাজ করে ফেলে।
আমি তো এখানে নিজের মনের কথা লিখে কিছু ভূল যেন না করি।
ঠাকুর ও যেন আমাকে চোখ বন্ধ করলে,
তোমাকে বউ রূপে চোখের সামনে লাল শাড়িতে দেখিয়ে দেয়,
তোমার মুখের মিষ্টি হাসি দেখতে পাই।
তুমি আমাকে যেন বকো , ভালোবাসো, বোঝাও।
জানিনা এসব কি হচ্ছে আমার সাথে,
এটাকি কোন "Cindrella রোগ" হলো আমার।
এখন রাত ১১টা ৫১ বাজছে,
আবার চোখ বন্ধ করলাম।
তোমাকে আবার যেন দেখলাম।
আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছ,
আর বলছো, কি দেখছ এমন করে?
আমি বলি, তোমাকে দেখছি গো।
তুমি বলছো, কেন আমাকে দেখনি কখনো কি?
আমি বললাম, তোমাকে দেখলেই মন শান্ত হয়ে যায়।
তার পর মাথাটা তোমার কোলে রেখে,
শুয়ে পড়লাম।
বললাম, এভাবে সারা জিবন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে চাই।
তুমি বলছো, কাজ কে করবে তাহলে?
আমি বললাম, তুমি করবে তো।
তুমি তো আমার কোম্পানীর CEO,
গালে একটা আঙ্গুল রেখে বলছো,
আচ্ছা আমি কিভাবে কাজ করবো সোনা,
তুমি যদি আমার কোলে এভাবে মাথা রেখে শুয়ে থাকতো।
আমি বলি, তুমি জানবে।
এটা তোমার কোম্পানি।
তুমি বুঝবে হে হে।
তুমি রেগে মুখটা বাংলা ৫ এর মত ঘুরিয়ে নিলে।
ঠিক আছে, আমিও তোমার মত মোবাইল থেকেই সবাইকে instruction দেবো,
এভাবে তোরা এটা করবি, এটা করবি না,
আমি বললাম, বাহ্ তুমি তো সব জানো,
এই না হলো আমার Cindrella❤️🌹🍫💝।
তুমি তখন মিষ্টি করে হেসে, আমার মাথায় একটা ভালোবাসার কিস দিলে।
তখন আমি খুশিতে বললাম, ওগো আমাকে কখনো ভুলে যাবেনা তো,
তুমি বললে, না! তোমাকে ভুলবে আমার দুশমন।
আমি বললাম, বাব্বা এত ভালোবাসো আমায় তুমি।
তুমি বলছো, বুঝনা কি?
আমি বললাম, বুঝি গো তাও জিজ্ঞেস করলাম।
তারপর চোখ টা খুলে গেল।
তুমি আমাকে ভরসা দাও,
বলেছিলে সেদিন,
তুমি তোমার টার্গেট পুরন করো,
দেখবে আমি তোমার হয়ে যাবো।
আমি তাই কাজ শুরু করে দিয়েছি।
ঠাকুর কে বলো, অফিস টা বাড়িতে জলদি হয়ে যাক,
তাহলে ৩-৪ জন কে বসিয়ে কাজ করা বো,
আর নিজের টার্গেট টা পুরন করে তোমার মুখে হাসি ফোটাবো।
আমি জানিনা কবে তুমি দেখবে আবার,
জানিনা কিছু আর, জানি তুমি আসবে আবার।
জানো গো কাল থেকে ১২ জন আমার ডাইরি পড়তে এসেছিল,
কিন্তু অবাক করার বিষয়, সব ছিল আমেরিকার মানুষ।
কিছু দিন আগে বাংলা দেশ থেকে মানুষ আসতো পড়তে এখানে।
তুমি যাওয়ার পর থেকে আর কেউ আসেনা।
এই কাল থেকে আমেরিকার Illinois থেকে আসছে মানুষ,
সবাই কম্পিউটার থেকে খুলে কিন্তু।
কিন্ত কেউ পড়েনা, কিছু অন্য কিছু করতে আসছে।
কে এই মানুষ গুলো, কেন আসছে তারা?
আজ একটা কমেন্ট করলাম,
মানে একটা প্রশংসা করলাম,
মনে হয় কমেন্ট টা দেখে প্রথমে রাগবে,
তার পর হা হা করে হাসবে।
বলবে, ছে লে টা কি না করছে,
শুধু আমার মুখে হাসি ফোটানোর জন্য।
তার পর নিজের বেস্ট ফ্রেন্ড কে বলবে,
হতে পারে জানিনা সেটা।
বলবে, নিজেকে একটা স্কুলের ছাত্র বানিয়ে ফেলেছে😅😅😅,
ভাবছে কি আমি বুঝিনা এটা কে হবে।
হাহা চলো তোমাকে একটু তো খুশি করতে পারলাম।
এটাতেই খুশি থাকার চেষ্টা করবো।
দিদিকে সব কিছু বললাম,
বলছে, কাল সকালে তোকে বলছি একটা কথা,
জানিনা কি, দেখি কোন ভালো উপদেশ দেবে মনে হয়।
তাই মনে হয় বলছে।
লাস্ট এ বলছে, ভালো থাকিস।
আমি বললাম, ভালো থাকার চেষ্টা করছি।
সুপ্রভাত মিষ্টি বন্ধু আমার,
সকাল শুরু হয় না আমার,
তোমাকে সুপ্রভাত না জানিয়ে।
একটা ফেসবুক পেজ এ তোমার সুন্দর ছবিতে লাইক করে,
তোমার প্রোফাইল এ তোমাকে একবার দেখে,
আমার দিন টা শুরু করি।
জানিনা কেন কিন্তু ভালো লাগে।
মন শান্ত হয়ে যায়,
ভালোবাসা না অন্য কিছু জানিনা এটা,
কিন্তু যাই বা এটা তোমাকে আমার অনেক কাছে নিয়ে আসে 😁।
I love 💘 you my Cindrella 👩🎨🌹🍫🍫,
Be happy and keep smiling always 😊😊😊।
God will be with you always,
By the blessing of the almighty God,
We'll be again friends one day.
You are my dream girl,
I saw as a bride when I close my eyes,
You are my goddess Saraswati Devi,
My Shirley Setia Melody Queen,
My Bangalore Best Art Teacher 👩🎨,
My Tiktok Best Actress,
I am missing you too much yaar.
Have a sweet day for my sweet friend.
🌄☕🍪🍰🍥🥪🍞🥐🥖🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🌹💐💐💐💍🥻👩🎨🎨
🍛🍚🐟🐣🐥🍗🍗🍗🐓🐓🐓🥚🥚🥚🐣🍳🍳🍳👗
🍿🍩🍘🥟🥨🍕🍕🍕🥤🍹🧃❤️👘🎧👓☕🍪
🏘️🚘🏍️🚲💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧🏦
🍲🍽️☕🌭🌮🌯🍝🍜🍟🥘🥞💃💌👩❤️👨💝💞💖🥰🥰🥰
আবার এভাবে উইশ করেই দিলাম,
এটা করলেই মুখে একটা মিষ্টি হাসি আসে,
যেটাতে মনে হয় তোমাকে সত্যি কারে এভাবে দিচ্ছ,
আর তুমি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে লাজুক ভাবি তাকিয়ে হাসছো।
ওগো তুমি তো কত দূরে এখন,
জানিনা বাড়িতে না ব্যাঙ্গালোরে,
তাও লিখছি রোজ রোজ এভাবে।
ভালো লাগে কি করবো,
জিবনে আর কেউ আসছেই না।
কাজ কেই ভালোবাসা বানাতে চেষ্টা করছি।
কাজ কেই বিয়ে করে ফেলি।
দরকার নেই তুমি ছাড়া কাউকে জিবনে বউ হিসাবে আর।
শুনে শুয়ে মাথাটা যেন লাগছে এসব লিখছি তো আবার তোমার মত গো।
ভালো থেকো বন্ধু খুশিতে থেকো সারাদিন।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় আর্টিস্ট হও একদিন।

Comments
Post a Comment