Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ওই Tiktok, তুই Chinese product না হয়ে, অন্য কোন দেশের কেন হলিনা?

ওই Tiktok, তুই Chinese product না হয়ে, অন্য কোন দেশের কেন হলিনা?


রাধা কৃষ্ণের নতুন সিরিয়াল টা কখনো  দেখেছ,
সবাই Tiktok কে অনেক খারাপ কথা বলে,
কারন Tiktok হলো চাইনা প্রোডাক্ট।

কিন্তু একবারও বলো এর মত কোন অ্যাপ আছে,
যেটাতে বিনা ad দেখিয়ে চলেছে।
যেটা এত স্মুথ চলতো।

ইউটিউব বলো বা কোন অ্যাপ বলো,
সবাই অ্যাড ইউজ করে টাকা কামায়।
Tiktok ও টাকা কামায়,কিন্তু কাউকে বিরক্ত করে নয়।

এখনও কোন অ্যাপ বেরোয়নি যেরকম ফিচার ছিল tiktok এ,
Chingari App বানানো হলো,
কিন্তু ফন্ট কালার অার লোডিং স্পীড দেখে ইচ্ছে হয়না।
কত বার বললাম দাদাকে কালার চেঞ্জ  করো দাদা,
আমি একা না অনেক এই বললো,
কিন্তু ও বলছে,না এটা সবার চোখে লাগবে।

Tiktok টা আমার কাছে খুব প্রিয় ছিল,
প্রথম কারন, তোমাকে দেখতে পেতাম।
তোমার মিষ্টি মিষ্টি কিউট কিউট
হাসি খুশির ভিডিও দেখতে পেতাম
যেটা আমার একটা মাধ্যম ছিল তোমাকে বোঝানোর,
জানি ওটা ভুল ছিল,
কিন্তু কি করে বোঝাতাম অার!

ওখানে আমাকে কত কিছু বলেছ,
তোমার মাথায় গোবর ভরা আছে,
তোমাকে বোঝানো যাবেনা।

এখনও দেখা যাবে Tiktok,
যদি কেউ VPN use করে IP change করে দেখেতো।
জানিনা কিন্তু হতে পারে,
কারন Tiktok India তে banned শুধু,
অন্য দেশে তো নয়।

দ্বিতীয় কারন, আমি অনেক কিছু শিখেছি,
ছবি আঁকার কিছু কৌশল,
বাংলা হিন্দি নতুন ট্রেন্ডিং কোনটা চলছে,
Santitizer কি করে বানানো যায়?
সেটার একটা ভালো প্লাটফর্ম।

বাংলা নতুন পুরনো গানের ভান্ডার আমি খুঁজে পেয়ে ছিলাম।
যে গান গুলো কোন দিনও শুনিনি,
সেই গান গুলো শুনে মনে হয়,
যদি কেউ পাশে থাকতো তো ওকে শুনাতাম,
ওর মুখে একটু হাসি নিয়ে আসতাম।

রবীন্দ্র সংগীত ও শুনতাম না আগে,
সেটাও ভালো লাগতে লাগলো,
যখন তুমি একটার পর একটা
রবিন্দ্র সঙ্গীতের ভিডিও বানাতে লাগলে,
তখন আমি নিজেও সার্চ করে,
অনেক রবীন্দ্র সংগীত এর প্রেমে পড়লাম।

তোমার Tiktok ভিডিও গুলোতে
কিছু বাংলা হিন্দি ইংলিশ গান শুনলাম,
যেগুলো কোন দিনও শুনিনি,
সেগুলো শুনে যেন আমারও ভালো লাগতে লাগলো।

Tiktok থেকে দেখতে পেতাম,
একটা খুব গরীব ঘরের ছেলে
সে নিজের ট্যালেন্ট tiktok এ দেখিয়ে অনেক বিখ্যাত হল,
আমার একটা ভূল ধারনা ছিল যে,
এই এক দুই মিলিয়ন লাইক যাদের হয়,
তাদের মনে হয় ওগুলো রিয়ালিটি শো এর মতো।
কিন্তু যেদিন আমার নিজের একটা ভিডিও ভাইরাল হলো,
সেদিন থেকে জানলাম tiktok এ যে কেউ একদিন এ famous হতে পারবে।

তোমার যেমন একটা ভিডিওতে,
"চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেবো গো
বন্ধু আমায় নাই বা মনে রাখলে",
এই ভিডিওটায় রোজ লাইক হচ্ছিল,
১০৩১২ টা মনে হয় লাইক ছিল,
আর views ১১ লাখ মানুষ দেখেছিল প্রায়।

Tiktok এ তোমাকে না দেখে
না ঘুমোতাম,না ঘুম ভাঙাতাম

তুমি Tiktok এ ছোট বাচ্চা সেজে
কি কিউট ভিডিও বানাতে!

কখনো Soup খেতে খেতে ভিডিও বানাতে,
কখনো লিপস্টিক টা সিঁদুরের মত মাথায় নিয়ে নতুন বউ সেজে ভিডিও বানাতে,
কখনো আবার কিছু ওর ফিচার ইউজ করে,
খেলতে হাসতে একা একাই
কখনো কখনো কারু সাথে duet বানাতে

কখনো কখনো ঘুমোতে যাওয়ার সময়
রাতে Maxi পরে একটা মিষ্টি ভিডিও বানাতে
যা এখন অার দেখতে পাওয়া যায়না।

আবার কখনো কখনো ভিডিও টে
একটা মিষ্টি কিস দিতে তোমার মনের মানুষ কে😛,
এটাও মনে হয় হাইড করে ছিলে।

আবার কখনো নাইটি পরে চুল খোলা রেখে  পিছন ফিরে দাড়িয়ে
একটা দারুণ গানের সাথে ভিডিও বানাতে,
এটাও মনে হয় হাইড করে দিয়েছ।

আবার কখনো সমুদ্রের মধ্যে জলের ঢেওয়ের সাথে
মজা করতে অার কত প্রাণ খুলে হাসতে, আনন্দ করতে!

আবার কখনো দেশ-প্রেমিকার মত নেতাজি সুভাষচন্দ্র বসু,
ভারত মাতার জন্য ভিডিও বানাতে,
নিজে আবার লাল শাড়ি পরে salute করে ভিডিও বানাতে।

আবার কখনো মনে হয়,
আমার জন্য মন খারাপ করে,
এক দুটো ভিডিও বানাতে
যেগুলো কিছু ক্ষণ পরে ডিলিট করে দিতে।

কখনো আবার রাধা মীরার মত সেজে ভিডিও বানাতে,
যে পবিত্র মিষ্টি মুখ আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই।

কখনো আবার নিজের আঁকা ছবি যেমন
গণেশ ঠাকুর, দুর্গা মা এর বানিয়ে ভিডিও করতে।

আবার কখনো নিজের হাতের বানানো সবচেয়ে সুন্দর মন্দির
যেখানে নিজের আঁকা গণেশ ঠাকুর, মা দুর্গা কে সাজিয়ে রাখতে।

আবার কখনো গেম এ হেরে গেলে,
ছোট বাচ্চার মত মিছি মিছি কান্নার অ্যাক্টিং করতে।

আবার কখনো গোলাপী রঙের ওরনাটা নিয়ে,
বাঙালি মেয়ের মত লজ্জ্যায় যেন হাত মুখে নিয়ে,
কি মিষ্টি ভিডিও টা বানিয়ে ছিলে!

আবার কখনো কারু সাথে দুয়েট বানানোর সময়,
 ঘুমের অ্যাক্টিং করে হাল্কা জিভ টা ঘুরিয়ে ওকে ভেঞ্চিয়ে দেখতে,
খুব কিউট ছিল ভিডিওটা।

আবার সেই মালপে গেছলে
অার রেস্টুরেন্টের খাবার ছবির ভিডিও বানাতে!

আবার ঘরের সামনের রেস্টুরেন্টে বসে ভিডিও বানাতে,
আবার কখনো টিউশনে বসে ভিডিও বানাতে,
আবার কখনো ভাই এর সাথে দারুণ ভিডিও বানাতে।

আবার কখনো অ্যালবামের মত,
নিজের চার পাঁচ টা আলাদা আলাদা রূপের ছবির সাথে ভিডিও বানাতে।

আবার কাশফুলের কাছে তুমি নিজের ভিডিও বানাতে,
বলতে কাশফুল আমার ইগনোর করো,
উফ্ কি দারুণ লাগতে ওই শাড়িতে তুমি।

আবার চুল মুখের উপর নিয়ে এসে কিছু কথা বলতে যেমন
"দিদি ভাই ভালোবাসা বড় কঠিন সাবজেক্ট,
সবাই পাস করে উঠতে পারেনা।"
সত্যি আমিও পারলাম না কিন্তু।

আবার কখনো গান গুলো
নিজের সুন্দর Hand Writing এ লিখে
একটা দারুণ ভাবে সাজাতে।

আবার কখনো Lays packet টা ছিড়ে
গোঁফের মত বানাতে।
আবার কফ বের করে,
ছোট্ট মেয়েদের মত মুখে নিয়ে,
এরকম অ্যাক্টিং করতে😅😅😅।

আবার নিজেই নিজের duet বানিয়ে,
 নতুন বউ সাজা বউ এর ভিডিওর সাথে মুখে দাড়ি মচ লাগিয়ে কিউট ভিডিও বানাতে,

আবার নিজে মা সেজে
নিজের ছোট্ট মেয়ে সেজে হাতে Teddy Bear টা নিয়ে ভিডিওটার সাথে Duet বানাতে।

আবার কখনো sanam re গানটায়
hero heroine মতো নিজেই নিজের duet বানাতে।

আবার কখনো ছোট্ট কিউট মেয়ের সাথে
একটা মিষ্টি কিউট duet বানাতে।

আবার কখনো নিজেই রাস্তায় চলার সময়,
গান গিয়ে ভিডিও বানাতে।

আবার কখনো নিজের আওয়াজে গল্প বলতে,
"অনেকদিন থেকেই আমার পাহাড় কেনার শখ,
কিন্তু পাহাড় কে বিক্রি করে টা জানিনা"
কি দারুন গল্পটা চোখের সামনে যেন
তোমাকে দেখতে পাই এটা বলার সাথে সাথে,
যদিও ভিডিওতে তুমি ছিলেনা,
কিন্তু তাও মনে হয় আমি তোমাকে দেখছি গল্পটা বলার সাথে সাথে।

আবার কখনো অরেঞ্জ কালারের গেঞ্জি পরে একটা ছোট্ট মেয়ের মতো কি কিউট ভিডিও টা বানিয়েছ,

আবার ছাদে দাড়িয়ে বিয়ের জন্য বাড়িতে বলবে একটা কিউট ভিডিও সন্ধ্যের সময় বানিয়েছিলে,
আবার ছাদে পাশের ছেলে টা তোমাকে দেখছে তার ভিডিও টা।

আবার চুল খুলে একটা আলাদা রূপে বলছিলে,
"আমার জীবনের সাথে খেলিস না,
আমার এই টুকু মন, যদি ভেঙ্গে যায়,
কে দেবে তোর বাবা।"
এটাতে সেরকম বড় বড় গোল গোল চোখ গুলো করে,
রেগে মুখ টাকে ঘুরিয়ে দারুণ অ্যাক্টিং করেছিলে😂😂😂।

আবার স্যানিটাইজার অার ভাইরাস কি
ওটা নিজের স্টুডেন্ট দের বুঝিয়ে ছিলে।

আবার বুড়ো দাদুর সাথে
একটা কিউট ভিডিও বানিয়ে ছিলে।

আবার একটা অ্যাপ ইউজ করে,
মুখ টাকে গালটাকে এত্ত বড় করে বানিয়ে,
 একটা ভিডিও বানিয়েছিল,
এখন অার নেই ওই ভিডিও টা।

আবার আকাশি রঙের শাড়িটাতে
একজন উইমেন দের প্রশংসা করছিল,
ওটাতে তোমাকে দারুণ লাগছিল।

প্রায় ৪৩৪ টা ভিডিও মনে হয় বেশি হবে,
এই সব গুলোর জন্য tiktok আমার খুব প্রিয় ছিল,
আছে অার থাকবে।

কি করবো এখন তোমাকে দেখার কোন উপায় নেই।

এখন আমরা শুধু একটা গেম খেলি রোজ হাহা,
নাম টা বলছিনা অার😅😅😅।

কি লিখবো ভাবলাম কি লিখলাম,
আবার পরে লিখবো,
লিখতে বসি ২-৩ ঘণ্টা কি করে পেরিয়ে যায় জানিনা।

তুমি ভাববে আমার সব কিছু মাথার হার্ড ডিস্কে স্টোর করে নিয়েছে,
হাহা কি করবো,
যদি ভিউজ জানা যেত তো আমার থেকে রোজ ১০০-১৫০ ভিউজ পেতে,
হাহা একাই মনে মনে হাসছি।

যেটা বলছিলাম রাধা কৃষ্ণের ভিডিওটা,
আমি Tiktok থেকে দেখেছিলাম,
এত ভালো লাগতো যে কি বলবো,
কি সুন্দর বাণী,গান গুলো
সেরকম রাধা কৃষ্ণের অ্যাক্টিং সত্যি অনবদ্য,
যেটা ভাবছিলাম পরে লিখবো আবার আজ।

#tiktok #tiktoklove #friendsforever #tiktokstory #tiktokvideo #tiktokbanned #imissyou

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...