Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

কিছু গ্রামের মানুষেরা👴🧕 কারু ভালো হোক সেটা ওরা চাইনা🙇 | Aamar Cindrella | The Untold Story

কিছু গ্রামের মানুষেরা👴🧕 কারু ভালো হোক সেটা ওরা চাইনা🙇
কিছু গ্রামের মানুষেরা👴🧕 কারু ভালো হোক সেটা ওরা চাইনা🙇 | Aamar Cindrella | The Untold Story


পরশু থেকে আজ সকাল পর্যন্ত
৬-৭ টা অ্যাকাউন্ট disabled হওয়ার পর,
যদিও নতুন mail id mobile number কিনে বানিয়ে ছিলাম।
তার পর মাথায় একটা বুদ্ধি এলো,
ভেবেছিলাম ওটাতে কাজ করতে পারে,
কারন একসাথে ৫০ টা একাউন্ট লগিন ছিল,
তার মধ্যে ৪-৫টা ছাড়া একটাও কাজ করছিল না।
তার আগেও আরও ছিল,রিমুভ করে দিয়েছিলাম।
কিন্তু এবারে মোটামুটি ১ বছর পর ফেসবুক uninstall করে দিলাম।
তার পর আবার বানালাম।
আবার চেষ্টা করলাম,
লাকিলি বানিয়ে ফেললাম,
না কোন টাকা লাগিয়ে,
অার আমার মিষ্টি বন্ধুকে
একটা গুড মর্নিং উইশ করতে সক্ষম হলাম।

মন খারাপ থাকে, যখন তোমাকে একটা উইশ করতে পারিনি,
অার তুমি আমার উইশ টা দেখে,
অার ব্লক মেরে আমাকে তোমার ভালোবাসা দাও 🥰।

কি লিখবো আজ, এখন পর্যন্ত কাজ করতে বসিনি,
কি করবো কাজের জন্য কাজের মত জায়গা দরকার,
সেটা না থাকলে ভালো লাগেনা কিছু।

সেদিন তুমি তোমার মনের মানুষ কে পাঠাতে গিয়ে,
ভুল করে আমাকে মনে হয় pinterest এ পাঠিয়েছিলে,
ওই পাহাড় নদীর ভিডিও টা যেটার
তুমি ভিডিও বানিয়ে ছিলে পরে।

খুব সুন্দর পেন্সিল শেডিং করে বানিয়েছিলে,
খুব ভালো রোজ বানাও ভিডিও এরকম।

একদিন তোমাকে বলেছিলাম,
আমাকে একটু টিউশন দেবে,
আমিও শিখবো তোমার মত একটু কিছু বানাতে,
মনে হয় তাই ড্রইং করে কিভাবে বানাতে হয়,
আমাকে ইউটিউব থেকে শিখিয়ে দিচ্ছ।
হাহা ধন্যবাদ তোমায় বন্ধু Cindrella 🥰।

ইউটিউব চ্যানেল টার নাম Art & Soul এর জায়গায়
Art with Cindrella কেন করলে গো,
Art & Soul with Cindrella নাম টা শুনতে আরও বেশি ভালো লাগতো না কি?

ওই তুমি Groot | Guardians of the Galaxy দারুণ বানিয়েছ,
আমি তোমার ছবি গুলোই তুলি টে আঁকবো,
যেদিন মন থাকবে, এখন তো ভালো রাখার চেষ্টা করছি।

চোখ বন্ধ করে তোমার ওই Tiktok ভিডিও টা দেখছি,
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাথায় একটা ঝুমকা নিয়ে,
ঝুমকা বলে মনে হয়,নাম টা মনে পড়ছে না।
সিঁথি বলে মনে হয়,কানের ঝুমকা হয়,
মাথায় তো সিঁথি হয়না গো!
যাই বা হোক,ওটা লাগিয়ে ওরনা টাকে  রাজস্থানী দের মত করে নিয়ে, কানে তেমনি এত্ত বড় দুল পরে,
হাল্কা মনে চোখের পাতায় কাজল নিয়ে,
মাহী মাং মেরি মাহি, মা টা তেপারে আয়ো তেপি গাড়ি,
হাহা কি বলছিল একটা,
 গান টা তো
বুঝতে পারলাম না।
কিন্তু শুনতে ভালই লাগছিল,
আমার তো অরিজিন্যাল যেটা ছিল,।ওর থেকে বেশি ভালো লেগে ছিল।

ভেবেছিলাম তোমার নাম টা অরিজিন্যাল টা তে দিয়ে দিই
অার বলি, এর টা দেখে শিখ,
কি সুন্দর বানিয়েছে!
তারপর ভাবলাম না, যদি আমার রাগ।
তাই অার করিনি।

একদিন মন ভালো থাকলে,
তোমার মিষ্টি মুখটার ছবি এঁকে তোমাকে উপহার দেব।

একটা ভিডিও যেটাতে এই গান টা চলছিল,
Ek ladki ko dekha to yehsa Laaga
সেটাই তুমি জলে ভেজা কাঁচটাকে কিস করছিলে,
উফ্ কি কিউট লাগছিলে,
একটা মিষ্টি হাসি তোমার মুখে,
এসব চোখ বন্ধ করে দেখি,
এটাই আমার খুশি থাকার ওষুধ।
কিন্তু এখন এই ভিডিওটাও নেই অার tiktok এ।
এটাও মনে হয় ডিলিট করে দিয়েছ।

তারপর একটা ভিডিও যেটায় তুমি
অরেঞ্জ কালারের জামা পরে ছিলে,
ওটাতে একটা গান চলছিল,
Paris,Oslo,Jaagoos,Zakarta Jaago,
তার সাথে তুমি হাত গুলো এদিক ওদিক নাড়া ছিলে,
গান তার সাথে হাত মাথা নাড়িয়ে যেন
বসে বসে ড্যান্স করছিলে,
সত্যি এটা কতবার দেখেছি জানিনা।
খুব কিউট লাগছিল তোমায়।
এটার সাথে একটা duet ও বানিয়ে ছিলাম,
সব tiktok এ রয়ে গেল।

আরেকটা গান
Tujhe Tak Tak Tak Takte Rehna
Teri Bak Bak Bak Sunte Rehna
Kaam-Kaaj Sab Bhool Bhula Ke
Tere Piche Piche Chalte Rehna
Ee To Hai Waste Of Time
Love Is A Waste Of Time
Pyaar Vyaar Waste Of Time
Ee Love Is Waste Of Time
Aa Aa Aa...

হাহা এটাই তুমি খুব মিষ্টি লাগছিলে,
গোলাপের পাপড়ির মত মিষ্টি মুখে পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে, তোমার দুই চারটে চুল মুখের উপর  ফেলে,
সাদা কালো চুড়িদার পরে,
ডান হাতে ঘড়ি পরে,
গানের সাথে সাথে মাথাটা এদিক ওদিক ওঠাচ্ছিলে নামাছিলে,
হাতের একটা দারুণ অ্যাক্টিং করে,
কবে হাত, চোখ বন্ধ করে যখন
Teri Bak Bak Bak Sunte Rehna
বলছিল,
Kaam-Kaaj Sab Bhool Bhula Ke
তার সাথে নিজে হাতের আঙ্গুল গুলোকে চলার মত করে,
Ee To Hai Waste Of Time
তখন নিজের ঘড়ি টাকে দেখাচ্ছিলে তুমি,
সত্যি দারুণ বানিয়েছি লে ওটা তুমি।
আমিও তোমার সাথে duet এ বানিয়েছিলাম,
না তোমার মত এতো সুন্দর বানাতে তো পারিনি।
তখন চুল দাড়ি গোঁফ রেখে বয়স্ক লাগছিল,
এখন কিছু নেই, সব উরিয়ে দিয়েছি।
সেদিন বাড়িতে ডেঙ্গুর জন্য একটা ছেলে এসেছিল,
ওর বয়স হবে মোটামুটি ২২-২৪  হবে,
আমাকে দেখে বলছে তোমাকে তো দেখিনি,
মা বললো, e Bangalore এ থাকে,
বলছে কোন স্কুলে পড়ে,
আমার তো খুব জোরে হাসি পেয়ে গেছলো 😂😂😂,
মা বললে এ ওখানে চাকরি করে,।এখানে এসেছে এই কিছু দিন আগে।
বলছে দেখে মনে হয় না, চাকরি করে
আমি অার বললাম না যে,
তোর মত ১০০ জন আমার জন্য কাজ করতো একদিন,
এখন ৭৪ জন আছে,
Exam এর জন্য ছেড়ে দিয়েছে অনেকে।

ওই একটা তোমার ভিডিও,
যেটাতে এই গান টা চলছিল,
Chale hi jana hai
Nazar chura ke yoon
Phir thaami thi saajan tumne
Meri kalaai kyun ha

এই গানটায় তুমি অ্যাপ ইউজ করে,
সিনেমার পর্দায় তোমাকে দেখাচ্ছিল,
প্রথমে তোমার মিষ্টি গোলাপী লিপস্টিক লাগানো ঠোঁট টা দেখাচ্ছিল,
তার পর ডান চোখ টা দেখাচ্ছিল,
তার পর পুরো তোমার মিষ্টি মুখটা দেখাচ্ছিল,
কি দারুন অ্যাক্টিং করতো তুমি,
খুব মিস করি তোমার অ্যাক্টিং গুলো বন্ধু।

জানো এই অ্যালবাম তার নামও Cindrella😊।

তার পর একটা গান গিয়েছিলে,

ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী
রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারই কথা
রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারই কথা

এই গানটায় প্রথম তুমি একটা নাচের ভিডিও দিয়েছিলে,
এটাতে তোমাকে খুব লম্বা লাগছিল,
মনে হয় ঘরে এক কোণে মোবাইল টা রেখে,
ভিডিও টা রেকর্ড করছিলে,
আরেক কোন এ বসে তুমি বানাচ্ছিলে।
খুব সুন্দর বানিয়ে ছিলে গো এটা।
মনে হয় তোমার মনের মানুষ নাহলে নিজেই ওটাকে প্রাইভেট করে দিলে,
যাতে কেউ না দেখতে পায়।
কিন্তু আমার তো মনের হার্ড ডিস্কে সব কিছু স্টোর হয়ে গেছে।

জানো একটা মুভি যদি দেখি তো ২-৩ মাস পর ভুলে যাই,
কি দেখেছি,কিন্তু তোমার এই ভিডিও একবার দেখেছিলাম,
তার কিছুক্ষণ পর মনে হয় ডিলিট করে দিলে,
কিন্তু জানিনা তোমার মেসেজ, তোমার গান,তোমার ভিডিও,তোমার গল্প,তোমার ছবি আঁকা,তোমার রান্না করা,তোমার হাতের লেখা,
তোমার খালি গলায় গাওয়া গান,
তোমার সাথে কিছু ক্ষণের জন্য টাইম স্পেন্ট যেটা একসাথে নয়,
দূর থেকে দেখে তোমার মুখের মুচকি মুচকি হাসা,
যেন চোখ বন্ধ করলেই দেখতে পাই।

জানিনা এই বিয়ে হবে কি না,
কেউ জিবনে আসবে কি না,
কারন শুনছিলাম, আমার কাজ টা কেউ বুঝতে পারেনা,
আমি কি করি, যদিও নিজের কোম্পানি আছে,
এত জন মানুষ কাজ করছে।
যেহেতু যখন ওখানে ছিলাম,
সারা রাত অফিসে কাজ করতাম, সকালে এসে ঘুমোতাম, তাই যখন বাড়ি থেকে কল করতো, তখন ঘুমোতাম শুনে আমার বাড়ির পাশের সবাই সেটা শুনে সবাই কে বলে,
এ সারাদিন ঘুমোই,কি জানে কি কাজ করে ছেলেটা,
ওর মা বাবা বলে, আমার ছেলে ১০০জন কে নিয়ে কাজ করায়,
কিন্তু যখনি শুনি তখনই শুধু ঘুমোই।
কি করবো এসব প্রতিবেশী শুনে পুরো গ্রামে বলে দিয়েছে,
অার দেখবে কেউ কিছু করছে তো ওর খারাপ টাকে সবাই বেশি সবার সামনে নিয়ে আসে,
এগুলো মানুষের স্বভাব গত বৈশিষ্ট্য,
অার গ্রামে মানুষের কাজ নেই বেশি,
তাই পর নিন্দা পর চর্চা করতে বেশি ভালোবাসে।
ভাবেনা যে ছেলেটা তার বাড়িতে তার দাদার শোরুম বানাতে এত টাকা লাগালো,
এসব ভাবেনা,শুধু খারাপ দেখে।

শহরের মানুষ দের কাছে এই পর নিন্দা পর চর্চা করতে সময় কোথায়,
সবাই নিজের জিবনে ব্যস্ত।

এখানে বাড়ি এসেও সারা দিন ঘর থেকেই কাজ করি,
শোরুম যেতেও ইচ্ছে হয়না,
তাই সবাই ভাবে ছেলেটা কি করছে,
ওরা কি গুগল এ গিয়ে দেখবে,
ওর একটা নিজের কোম্পানি আছে।

আমার মা বাবা এত কিছু জানে,বুঝে,
কিন্তু এই আমার কোম্পানীর নাম টা মনে রাখতেই পারেনা,
না কি কাজ করছে ওটা মনে রাখতে পারে,
তাই যখন কেউ জিজ্ঞেস করে,তোমার ছেলে কি করে,
তখন বলে,ওর নিজের একটা কোম্পানি আছে,
বলে,কি নাম ওটার?
তখন আমার কোম্পানীর নামটা ঠিক করে বলতে পারেনা।
না content writing service এটাও বলতে পারে,
যারা শুনে ওরা হাসবে ই,
ভাববে নিজের ছেলে কি করে ওটাও বলতে পারছেনা ঠিক করে,
কি করে আমার ঘরের মেয়ে কে দেবো।
সরি,মা বাবা কে ছোট করিনা,না অপমান করি,
ওরাই তো আমাদের চোখে দেখা ভগবান।
ওরাই তো আমাদেরকে বড় করেছে।
ওদের জন্যই আমরা এই পজিশন এ আছি।

কিন্তু কি করবে, আমার বাবা আমার পিসির ছেলের জন্য নিজের পড়াশুনা ছেড়ে ওকে বড় করলো,
অার সেই পিসির ছেলে এত বড় হয়ে গেছে,
যে একবার ফোন করে জিজ্ঞেস করতে পারেনা,
মামা মামী তোমরা কেমন আছো?
স্বার্থপর দুনিয়াটা পুরো,
এখন ও আমেরিকা তে আছে, ২০ বছর চাকরি করা হয়ে গেল,
হুম্ খুব বুদ্ধি আছে,খুব হ্যান্ডসাম দেখতে,
তাই একটা খুব সুন্দর দেখতে বৌদি কপালে জুটলো।
কিন্তু ও খুব বাজে, যখন সেই গেছলাম ব্যাঙ্গালোর,
তখন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম,
দাদা তো ফেসবুক করেনা,
বৌদি করতো, যা একাউন্ট ব্লক করে দিয়েছে।
কি ফালতু মেয়ে সেদিন চিনলাম।

এই বছর বাড়ি এসেছিল, আমার নিজের কোম্পানি,
২০-৩o জন মানুষ কাজ করছে শুনে দাদা খুব খুশি হয়।

আমি কিছু দিন আগে, একটা .Net course করিয়েছিলাম অনলাইন এ,
দাদা কে বললাম তো, দাদা বৌদিকে বলছে,
নাক গজুকে বলো তুমি তো কোর্স করবে বলেছিলে,
এ তোমাকে সাহায্য করবে।
হাহা বৌদির মুখ টা দেখার মত ছিল।

দাদা ভালো কিন্তু যারা তাকে বড় করেছে,
যারা নিজের পড়াশুনা বন্ধ করে তোমাকে পড়িয়েছে,
কারন খরচা বেশি হচ্ছিল তাই ভাবলো
ভাগ্না কে বড় করি,
কিন্তু কে জানে, সেই ভাগনা অকৃতজ্ঞ হবে পরে।

এটা কলি যুগ তাই যে তার ভালো চায়,
তাকে সে পরে ভুলে যায়।
নিজের উন্নতি করতে থেকে যায়।

দাদা মাসে এত দিনে প্রায় ১০ লাখ টাকা কামাচ্ছে,
কিন্তু ওতো আমেরিকা তে আছে,
ওখানে মাসে ৩-৪ লাখ টাকা খরচা হয়,
তার পর আবার একটার পর একটা নতুন নতুন মোবাইল কেনা।

আমার এখানে যারা আছে, যারা আমাকে সাহায্য করে,ওরা মাসে ১-২ কোটি টাকা কামায়,
কিন্তু একটুও গর্ব নেই,যেন মাটির মানুষ।
আমি নিজে ওই একটা দাদার সাথে দিল্লি তে ঘুরছিলাম,
কখনো মনে হয়নি এ মাসে ১-২ কোটি টাকা কামায়,
কিন্তু যখন স্ক্রীনশট পাঠায় তখন বুঝতে পারি,
এই দাদা টা খুব বড় জলের মাছ,
সাধারন দেখতে, কিন্তু খুব জ্ঞানী।

আমি ভগবানের কৃপায়,মা বাবা গুরু জন দের আশীর্বাদে অার ছোট বড় তোমার স্নেহ ভালোবাসাতে,
যদি একটা বড় জায়গাতে পৌঁছাইনা কেন,
আমি এরকম করবনা।

এখনও আমাকে কেউ বলে না ছেলেটার কোম্পানি আছে,
মাসে ১-২ লাখ টাকা কামায়।
হাহা কি করবো, খুব খারাপ জিনিস মানুষের হায় নিশ্বাস টা,
পোস্ট করেছিলাম,১৩০ জন মানুষ কাজ করছে,
যেন সবার চোখে লেগে যায়।
অার সেই চোখে লাগা টা খুব খারাপ ভাবে জিবনে পড়ে,
আজ কেই মা বলছিল,১০০ জন কাজ করছে তো,
কত টাকা হলো,আমি বলি কাজ কোথায় করি,
বলছে, এখন ফেসবুক সবাই করে,
সবাই দেখতে পায়,কি লিখেছিস কি না,
তাই এসব লিখতে নেই।

ছেলেটার কোম্পানিতে ১৩০ জন কাজ করছে,
বাপরে কত টাকা কামায় অার কত টাকা সবাই কে দিচ্ছে,
এই হায় নিঃশ্বাস টা খুবই খারাপ।

তাই এখন ৭৬ জন আছে অার কাজ মনে হয় ২০ জন ও ঠিক করে করেনা,
প্রজেক্ট নেই,মন ঠিক নেই তো কি ভাবে কাজ হবে।
নিজেরই প্রজেক্ট শুরু করছি,
কিন্তু সেটাই খরচা হবে,লাভ হবে না হবেনা কিছুনা সেটা জানা নেই।

ভাবলাম বন্ধু তোমার মন ঠিক করে দেবো,
রোজ বুঝিয়ে যাই, কিন্তু এখন অার বকাও বন্ধ করে দিয়েছ,
অার একটু রিয়া আদক সেজেই কথা বলতে,
তাও সব ঠিক করতাম।

দেখি কবে সব ঠিক করতে পারি।
৩ ঘণ্টা ধরে লিখছি,
ভাবছিলাম আজ কি লিখবো,
কিন্তু কথা কোথা থেকে এসে যায় জানিও না।

ওই Cindrella একটা বন্ধুর মত কথা বলো,
দেখো বন্ধুটার লাইফ টায় কত সমস্যা,
কোন ঘরের বাবা তার মেয়ে কে দিতেও চাইছেনা,
ভাবছে ছেলে কি করে,কি হবে এই রকম ছেলের হাতে দিলে।
না একটা গার্ল ফ্রেন্ড বানাতে পারলাম।

একদিন বলেছিলাম,অার বিয়ে করবনা আমি।
তুমি বলেছিলে, আমাকে না পেলে কাউকে করবে না, কি বলছ এই কথা।
আমি বললাম: যেটা সত্যি সেটাই বলেছি।
তুমি বললে: যা তুমি এরকমই বলছ।
আমি বললাম: দেখবে।
মনে হয় সত্যিই জিবনে একাই থেকে যাবো।
তোমার মত কাউকে পাচ্ছিও না,
অার ব্যাঙ্গালোরে থাকলে যদি কিছু সম্ভব হতো,
এখন বাড়িতে কোথা থেকে গার্ল ফ্রেন্ড জোগাড় করি।

জানিনা আমার মেসেজ গুলো ভগবান তোমার কাছে,
 কোন দিনও পৌঁছে দেবে কি না!

এই ব্লগ ডাইরি তে থাকুক আমার
ভালোবাসা,বন্ধুত্ব,সমস্যা, দুঃখ,কষ্ট সব কিছুই।

গানটা অর্ধেক বানিয়ে রয়ে গেছে।
দেখি সময় হলে বানাবো ওটা।

#villagers #love #friendship #tiktok #longstory #mylife #keepsmiling #sweetgirl #marriage

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...