Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
বাঁকা রাস্তায় 🚧🚸🛑🛣️ গিয়ে স্বপ্ন নিজের পুরন করতে পারবো 🏦🏧💰💱💹💲💳💴💵💶💸 এটা কখনই সম্ভব নয়
আজ আমাকে দু তিন টে পুরনো client message করে বলছে,
Hi,Joydeep how are you?
আমি তাদের প্রজেক্ট কমপ্লিট করতেও ভুলে গেছলাম,
অার না টাকা নিয়েছে।
কেউ কেউ বলছে,
You don't want the money.
I told, yes I need it.
But I'm extremely sorry,
I was going through some depression for few months,so not able to concentrate on my work.
So I left Bangalore and came to my native and trying to concentrate on my work.
They told,what's happened?
Is everything ok now?
I told,yes little bit good.
কি করবো সত্যি বলাগ ভালো,
মিথ্যের কখনো জয় হয়না।
সবার ভালো করো, সৎ পথে চলো,
ভগবান হয়ত তোমাকে এখন খুব কষ্ট দেবে,
কারন সৎ সরল মানুষ দের জিবনে দুঃখ প্রথমে থাকে,
তার পর জিবনটা খুশিতে ভরে যায়।
অার যারা অসৎ পথে চলে,
কারু ক্ষতি করে,মিথ্যে বলে ঠকাতে জানে,
তারা দুই দিন ভালো থাকে,
তার পর সারা জিবন ভগবান ওই অসৎ ঠকবাজ দের জিবন নরক বানিয়ে দেয়
কত দিন না সে নিজের ভুল বুঝে,
সবার ভালো করবে।
আমি ২০১৪ থেকে খুব কষ্ট পেয়েছি,
সবার জব ছিল, আমার নেই,
আমাকে কত কথা শুনতে হয়েছিল,
জিবনে একটা জব পেলাম ৫০০০ টাকার কাজ,
সেটাও আবার রাতে গিয়ে করতে হবে।
Profile ছিল Seo Trainee,
কিছু শিখায় নি, আগে থেকে জানতাম ,
কাজ কি করলাম কি করে লাইক বাড়াতে হয় পেজ এ,
আমি সেটা আগে থেকেই জানতাম,
তাই ৫০০০ লাইক বানিয়েছিলাম,
আমার Love Art Poem page টায়,
ওটা দেখে কাজ পেয়েছিলাম।
ওরা একটা টুল বললো ইউজ করতে,
ওটার দ্বারা লাইক বাড়ানো যাবে।
ওই কাজ করতে গিয়ে ১০টা ফেসবুক একাউন্ট চলে গেল😅😅😅।
দেখছি মালিক টার ও Fake Female Account আছে,
হাহা সবাই হাসবে,কিন্তু এই ডিজিটাল মার্কেটিং দুনিয়া তে
Female Account দরকার আছেই।
বুঝতেই পারবেনা ওটা Fake Account,
এমন ভাবে বানানো।
কারন মার্কেটিং এ মেয়েরা সব চেয়ে বেশি ভালো পারে,
ওর কথা বার্তার মধ্যে ও কোন কিছু জিনিস বিক্রি করতে পারবে।
যে Chingari App Founder দাদাটা
ওর কাছ থেকে একটু শিখতে পেরেছিলাম,
কারু অরিজিন্যাল একাউন্ট এর পিক নিয়েও একাউন্ট বানিয়ে অনেক কিছু বিক্রি করা যায়।
হুম্ ওগুলো অন্য দেশের মানুষের ছবির দ্বারা,
ওই সব শিখতে পারিনি।
খরচা ও আছে আরো অনেক কিছু আছে।
কারন একটু ভয় লাগতো,
বাইরের দেশের মানুষের একাউন্ট এর ডাটা নিয়ে
নিজে কিছু বানালে যদি কোন Legal Case হয়ে যেত,
তাই এই সব কেস এ পড়লাম না।
যা জানি ওটাকে আগে বাড়াতে চেষ্টা করলাম।
জানি একটু বড় জায়গাতে পৌঁছাতে হলে এসব করতে হবে।
ওই দাদা টার মাসে turnover 50-60 crore হবে কমপক্ষে,
এই যদি শিখতে পারতাম তো monthly 40-50 lacs তো কামিয়ে নিতাম,
কিন্তু ভয়, এই ভয় টার জন্য কখনো
তোমার স্কুল এসে বুঝলাম না,
না তোমাকে call করে বুঝলাম অার।
কি বলছিলাম কোথায় ঢুকে গেলাম।
হুম্ ওই প্রথম জব টায় কিছু ওরা শেখায় নি,
দেখছি আমার জুনিয়রকে বেশি শিখাচ্ছে,
অার ঘরে এসেই কাজ টা করতে হতো।
প্রচুর খাটালির ছিল কাজ টা,
রাত জেগে কাজ করে পরের দিন কি
CGI Interview Crack করা যায়,
কখনো সম্ভব নয়।
তাই চলে গেল এই প্রথম একটা MNC Interview তে বসেছিলাম
Elitmus exam না দিয়েই।
তার পর ২.৫ মাস পর ছেড়ে দিলাম।
কিছু ওদের দ্বারা শিখিনি,
শুধু শিখতে পারলাম কোম্পানিতে কাজ কিভাবে হয়,
কোথা থেকে প্রজেক্ট তোলা যায়।
তার পর ছেড়ে দিলাম,ইন্টারভিউ প্রিপারেশন করতাম।
২০১৪ থেকে Google থেকে টাকা কামানোর জন্য চেষ্টা শুরু করলাম,
তারপর ২০১৫এর এপ্রিল মাসের ১৮তারিখ হবে,
একটা ট্রিক ইউজ করলাম,
ওটা আমার রুম মেট এর জন্য সম্ভব হলো।
সেদিন ওই স্ক্রিপ্ট টা লাগলাম,সেদিন ১ ঘণ্টার মধ্যে $23 কামিয়েছি লাম,
Life Turning Point ছিল।
তার পর রোজ এক ঘন্টা স্ক্রিপ্ট টা চালিয়ে দিতাম অার প্রতিদিন $30-50
কামাতাম।
কি দিন ছিল, ভুলবোনা কোন দিনও।
First Earning Google থেকে $229 ছিল।
খুব খুশির দিন ছিল,
প্রথম নিজের টাকায় Honor 4x নিয়েছিলাম।
সব কিছু ভালো যাচ্ছিল,
পরের মাসে $1000+ এরকম কিছু এসেছিল।
দারুণ চলছিল, তারপর 1 Lakh + এসেছিল,
কি সময় টা ছিল আহ্ ভোলা যাবেনা।
একদিন এ $427 highest earning in a day,
কিন্তু যেমন চলছিল তেমনি মাঝে মাঝে একাউন্ট banned হতো,
$1500+ আসার কথা,যা গুগল বুঝতে পেরে,
দিল উরিয়ে,একবার তো মোটামুটি $7684+ চলে গেছলো,
Google দিয়েছিল banned করে।
তার আগের মাসে প্রথমবার ৩ লাখ এর মত এসেছিল,
এবারে এরকম হলো যেন Heart Attack হওয়ার মত অবস্থা হয়ে গেছলো।
চোখ থেকে জল পড়ব পড়ব হয়ে গেছলো।
জানতাম এই সব কাজে রিস্ক আছে,
কিছু চালাকিতে টাকা কামানো সোজা,
কিন্তু সারা জীবনের জন্য ভাবা উচিত নয়,
তাই আবার ফিরে এলাম টেস্টিং করতে,
টেস্টিং করার সময়ও গুগল থেকে মোটা মুটি কিছু আসতো।
আরেকটা প্রোডাক্ট সেল শিখলাম,
ওটাতেই মোটামুটি মাসে ৬০-৭০ হাজার টাকা এসে যেত,
কিন্তু যে টাকা দেখেছে সে কি টেস্টিং করতে ভালো লাগবে,
ওটাও মাঝ রাস্তায় দিলাম ছেড়ে,
কারন একটা Start up Meeting Attend করতে Delhi গেছলাম।
আবার সময় চেঞ্জ, ব্যাঙ্গালোরের একটা কোম্পানীর মালিকের সাথে দেখা,
ওর দ্বারা অনেক কিছু জানলাম,
দেখলাম ১৪বছরের ছেলে মাসে ২০-৩০ লাখ টাকা কামাচ্ছে।
অার আমি কি করছি।
তার পর একের পর এক শিখতে লাগলাম,
যেখানে ২.৭১ লাখ কামিয়েছিলাম মাসে,সেখানে ৪০-৫০হাজার টাকা তে নামতে হলো।
যখন কাজ কিছু করতাম না, তখনও বলতো তোর কি হবে,সবার জব লেগে গেল,
তার পর মাসে ১-২ লাখ কমিয়েও বলছে,
এটা permanent নয়তো,
তার পর যখন একটা কোম্পানিতে ঢুকলাম,
সেখানে কম টাকার জন্য কথা,
এখন কোম্পানি বানালাম,শিখলাম কিভাবে কি করতে হয়,
তার পর থেকে যেন একটু ঘর থেকে support পেলাম।
জানি এটাই সময় লাগবে,
কিন্তু কে একদিন এ Amazon বানাতে পেরেছে!
সময় লেগেছে।
এই যে দাদা টা যে Chingari App টা বানালো,
সে ২০০৭ থেকে খাটছে, তাই এখন একটা খুব বড় জায়গাতে পৌঁছেছে।
আমার তো এক বছর হলো কোম্পানীর,
জানতাম না কিভাবে কি করতে হয়,
ভুল পথে নেমে টাকা কামিয়ে ছিলাম।
এখন সঠিক পথে নেমে কাজ করছি,
টাকা কম কিন্তু একটা নাম আছে,
শিখছি কিভাবে আমিও সে জায়গাতে পৌঁছাতে পারবো ৪ বছরের মধ্যে।
এক লাখ মানুষ কে তোমার প্রথম অক্ষর দিয়ে বানানো কোম্পানি টে কাজ দেওয়ার স্বপ্ন আছে,
এই বছরে ৬ টা মাস কিছু করতে পারলাম না,
কিন্তু পরের ৬টা মাসের মধ্যে ১০০০ মানুষ কে কাজ করবে এই কোম্পানির জন্য।
তুমি দেখবে বন্ধু মজা করিনা।
ভেবেছিলাম তুমি যদি আমার সাথে কথা বলতে,
তাহলে তোমাকে তোমার ছবির দ্বারাই মাসে ১-২ লাখ টাকা কামাতে দেখাতাম,
পরের বছর ২০মে ২০২১ এর মধ্যে,
যেটা বলেছিলাম Riya Adak account থেকে কথা বলার সময় তোমার সাথে।
কি করবো এত অভিমান তোমার মধ্যে,
যার জন্য আমি নিজেও ডিপ্রেশন এ পড়ে,
ভুলভাল কাজ করে বসছি।
কিন্তু স্বপ্ন কে পুরন করতে হবে না,
তুমি যেমন বলেছিলে, তোমার একদিন Microsoft এর মত বড় কোম্পানি হবে,
অার আমি বলেছিলাম হুম্ তুমি আমার কোম্পানীর CEO হবে,
আমি সারাদিন ঘরে থাকবো ঘুমোবো,
অার তুমি কাজ করবে।
তুমি বলেছিলে,বা রে আমি কাজ করবো অার তুমি ঘুমোবে,
আমি বলেছিলাম হুম্ তুমি CEO তো,
তুমি সব কিছু manage করবে।
তোমার একটা ছবি দেখেছি,
Google এ,
তুমি shirt jeans পরে আছো,
পুরো কোম্পানীর CEO লাগছিল তোমাকে বন্ধু।
Cindrella CEO ছিল,আছে অার থাকবে,
সারা জিবন আমার জিবনে।
ওই LinkedIn এ প্রফেশনাল ড্রেস এর পিক লাগাবে,
ওটাতে বেশি মানুষ দেখবে।
অনেক বেশি জায়গা থেকে কল পাবে।
শুনেছ একটা কথা,
Pehle darshan dhari,uske baad Gunbichari,
ঠিক তেমনি,যেখানে পুরো mast getup এ যাবে,
তোমার তো সাড়ে ৫বছর experience হলোতো,
তুমি ৪-৫ মিনিট ইউটিউব এ এত সুন্দর ভাবে ছবি এঁকে বানাচ্ছ,
দেখে মনে হচ্ছে পুরো হাত বসে গেছে।
খুব ভালো রোজ ছবি আঁকো,
ইউটিউব এ দাও, তোমার পেজ এর মধ্যেও দাও,
Hash tag দেবে অনেক বেশি মানুষ দেখবে,
তখন তোমার পেজ টা লাইক করবে।
ওই Cindrella ঘুম পাচ্ছে,দেখি যদি নিদ্রা দেবী ডাকে তো,
নাহলে একটা গান বানাবো আবার।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু Cindrella,
ভগবান তোমার সব স্বপ্ন পূরণ করে,
ভগবান যেন তোমার মনে আমার জন্য একটু ভালোবাসা সঞ্চারিত করে,
যেন আমরা আবার একটু কথা বলি,
সব কিছু ভুলে আবার ভালো বন্ধু হই।
সুখী তে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
ওই করোনা ব্যাঙ্গালোরে খুব বেড়ে চলেছে,
প্রায় ১৭৮৩ জন আজ ধরা পড়েছে ব্যাঙ্গালোরে,
তাই ঘরে থেকো,অনলাইন খাবার অর্ডার করোনা,
নিজে থেকে বানিয়ে খাও,
ভগবান তোমাকে রোগ মুক্ত রাখে।
চললাম ভালো থেকো।
#honestwork #simpleliving #simpleperson #ImmortalLove #aamarcindrella #cinderellastory #bangaloredays #MyCEO #GoodNightSweetDreams #onlinework #chingarifounder #chingari #takecare #staysafe #stayhome #bestartist #bestartteacher

Comments
Post a Comment